বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে যে ৫ স্মার্টফোন

অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০২৩ ০৯:৪৪ |আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৫:০৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনা মহামারি ও অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বজুড়ে মুঠোফোন বিক্রির পরিমাণ কম হবে—২০২২ সালের শুরুতেই পূর্বাভাস দিয়েছিলেন বাজার–বিশ্লেষকেরা। তাদের ধারণাকে সত্যি করে ২০১৩ সালের পর গত বছর বিশ্বজুড়ে সবচেয়ে কম মুঠোফোন বিক্রি হয়েছে।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ ২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনগুলোর একটি তালিকা তৈরি করেছে। তালিকায় দেখা গেছে, বছরজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মুঠোফোনের আটটিই অ্যাপলের তৈরি আইফোন। বাকি দুটি স্যামসাংয়ের। ফলে গত বছর স্যামসাংকে হটিয়ে শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছে অ্যাপল। দেখে নেওয়া যাক ২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পাঁচটি মুঠোফোনের তথ্য।

আইফোন ১৩

বছরজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মুঠোফোনের তালিকায় প্রথমেই রয়েছে আইফোন ১৩। ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর পর্দার এ ফোনের ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। এ১৫ বায়োনিক প্রসেসরে চলা মুঠোফোনটিতে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে।আইফোন

১৩ প্রো ম্যাক্স

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের মুঠোফোনটিতে ৬.৭ ইঞ্চির এক্সডিআর ওএলইডি পর্দা রয়েছে। ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সুবিধার ফোনটির রিফ্রেশ রেট ১২০ গিগাহার্টজ।

আইফোন ১৪ প্রো ম্যাক্স

বর্তমান বাজারদর অনুযায়ী, সবচেয়ে দামি আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের মুঠোফোনটি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি পর্দার ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। এ১৬ বায়োনিক চিপসেট সুবিধার ফোনটিতে ১ টেরাবাইট ধারণক্ষমতাও রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ১৩

তালিকার চতুর্থ স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৩। অক্টাকোর প্রসেসরে চলা ৪ গিগাবাইট র‍্যামের মুঠোফোনটিতে ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

আইফোন ১৩ প্রো

তালিকার পঞ্চম স্থানে রয়েছে আইফোন ১৩ সিরিজের আরও একটি মুঠোফোন। এ১৫ বায়োনিক প্রসেসরে চলা আইফোন ১৩ প্রো ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি পর্দা।



মন্তব্য করুন