সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাড়িতেই বানিয়ে ফেলুন কমলার জেলি

অনলাইন ডেস্ক
১৩ মার্চ ২০২৩ ১৪:৩৭ |আপডেট : ১৪ মার্চ ২০২৩ ০৫:৪৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শিশুদের জন্য ঘরেই স্বাস্থ্যকর উপায়ে অরেঞ্জ জেলি বানিয়ে ফেলতে পারেন। এর প্রস্তুত প্রণালিও ভীষণ সহজ। জেনে নিন রেসিপি।

চারটি কমলার খোসা ছাড়িয়ে বিচি আলাদা করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছেঁকে রস বের করুন। চুলায় আধা কাপ পানির সঙ্গে ১ কাপ চিনি মেশান। আধা চা চামচ অরেঞ্জ এসেন্স মিশিয়ে নিন। ছেঁকে রাখা কমলার রস দিয়ে নাড়তে থাকুন। 


এই পর্যায়ে চুলার আঁচ সামান্য কমিয়ে দেবেন। কিছুক্ষণ জ্বাল করে ৩ টেবিল চামচ জেলাটিন দিয়ে দিন। অল্প আঁচে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হতে শুরু করলে নামিয়ে খানিকটা ঠান্ডা করে কাচের বয়ামে ঢেলে নিন। জমে গেলে পরিবেশন করুন পাউরুটির সঙ্গে।




মন্তব্য করুন