শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মদনে রিকশাচালকের রহস্যজনক মৃত্যু

নেত্রকোণা (মদন) প্রতিনিধি
২০ মার্চ ২০২৩ ১৪:৩৪ |আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৬:১০
মদনে লালন মিয়া (১৯) নামের এক রিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে
মদনে লালন মিয়া (১৯) নামের এক রিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে

নেত্রকোণার মদনে লালন মিয়া (১৯) নামের এক রিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৯ মার্চ)  রাত আনুমানিক ১০টায় নিজ ঘরে সে মারা যায়। লালন মিয়া মদন পৌরসদরের জাহাঙ্গীরপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ভিক্ষু মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ মাস আগে পারিবারিকভাবে খালিয়াজুরি উপজেলার লিপসা গ্রামের তালেব মিয়ার মেয়ে জনিফা আক্তারকে (১৮)  বিয়ে করে লালন মিয়া। বিয়ের কিছু দিন পরই জীবিকার তাগিদে স্ত্রী জনিফা আক্তারকে বাড়িতে রেখে সে ঢাকায় চলে যায়।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। গত ১৫ দিন আগে বাড়িতে এসে রিকশা চালানো শুরু করে লালন। এদিকে স্ত্রী তার বাবার বাড়িতে থাকায় রোববার বিকেলে নিজে গিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হলে স্ত্রীকে মারধর করে লালন। রাত আনুমানিক ৯ টার দিকে স্ত্রী জনিফা আক্তারের চিৎকারে পরিবারের লোকজন এসে দেখতে পায় নিজ ঘরেই মাটিতে পড়ে আছে লালন। তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লালনের স্ত্রী জনিফা আক্তার বলেন, ‘রোববার বিকেলে আমাকে তিনি বাড়িতে নিয়ে আসেন। সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে আমাকে মারধর করেন। আমি পরে অন্য বিছানায় শুয়ে পড়ি। কিছুক্ষণ পর দেখতে পাই আমার স্বামী মাটিতে পড়ে আছে। হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

নিহতের বড় ভাই ফুল মিয়া বলেন, ‘লালনের স্ত্রীর চিৎকার শুনে আমরা তার ঘরে যাই। গিয়ে দেখি লালন মাটিতে পড়ে রয়েছে। দ্রুত  তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার জানান মারা গেছে। লালনের গলায় একটি মোটা দাগ রয়েছে। কিন্তু ঘরের মধ্যে ফাঁস লাগানো বা কোন রকম দড়ি-কাপড় ঝুলানো নেই।’

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আসাদ জানান, ‘নিহতের গলায় একটি মোটা দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



মন্তব্য করুন