দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে

প্রতীকী ছবি
বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে বৃহস্পতিবার (২৩ মার্চ) মধ্যপ্রাচ্যের সৌদি আরবে মাহে রমজান শুরু হতে পারে। এরপর দীর্ঘ এক মাস রোজা রাখাসহ বিভিন্ন ইবাদতে মশগুল থাকবেন বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা।
বিশ্বব্যাপী সূর্যোদয় এবং সূর্যাস্তের
সময়ের মধ্যে তারতম্য হওয়ায় দেশ এবং অঞ্চলভেদে রোজা রাখার সময়ের মধ্যেও পার্থক্য দেখা
যায়। বিশ্বের সবচেয়ে দক্ষিণভাগে যেসব মুসলিম বাস করেন, যেমন চিলি ও নিউজিল্যান্ডে,
তারা গড়ে প্রায় ১২ ঘণ্টা রোজা রাখবেন। আর একেবারে উত্তরদিকে অবস্থিত দেশগুলোতে, যেমন
আইসল্যান্ড অথবা গ্রিনল্যান্ডের মুসলিমদের ১৭ ঘণ্টারও বেশি সময় পানাহার থেকে দূরে থাকতে
হবে।
জেনে নেওয়া যাক এবার কোন অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে—
১৭ ঘণ্টা রোজা : নুক, গ্রিনল্যান্ড; রেকজাভিক, আইসল্যান্ড; হেলেনস্কি,
ফিনল্যান্ড; স্টকহোম, সুইডেন; গ্লাসগো, স্কটল্যান্ড;
১৬ ঘণ্টা রোজা : আমস্টারডাম, নেদারল্যান্ডস;ওয়ারস, পোল্যান্ড; লন্ডন,
যুক্তরাজ্য; আস্তানা, কাজাখস্তান; ব্রাসেলস, বেলজিয়াম
১৫ ঘণ্টা রোজা : প্যারিস, ফ্রান্স; জুরিখ, সুইজারল্যান্ড; বুচারেস্ট,
রোমানিয়া; অটোয়া, কানাডা; সোফিয়া, বুলগেরিয়া; রোম, ইতালি; মাদ্রিদ, স্পেন; সেরাজেভো,
বসনিয়া;
১৪ ঘণ্টা রোজা : লিসবন, পর্তুগাল; অ্যাথেন্স, গ্রিস; বেইজিং, চীন; ওয়াশিংটন
ডিসি, যুক্তরাষ্ট্র; পিয়ংইয়ং, উত্তর কোরিয়া; আঙ্কারা, তুরস্ক; রাবাত, মরক্কো; টোকিও,
জাপান; ইসলামাবাদ, পাকিস্তান; কাবুল, আফগানিস্তান; তেহরান, ইরান; বাগদাদ, ইরাক;
বৈরুত, লেবানন; দামাসকাস, সিরিয়া; কায়রো, মিসর; জেরুজালেম, ফিলিস্তিন;
কুয়েত সিটি, কুয়েত; গাজা সিটি, ফিলিস্তিন; নয়া দিল্লি, ভারত; হংকং; ঢাকা, বাংলাদেশ;
মাসকাট, ওমান; রিয়াদ, সৌদি আরব; দোহা, কাতার; দুবাই, আরব আমিরাত; আদেন, ইয়েমেন
মন্তব্য করুন