বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

একশনএইডে চাকরি, বেতন ১ লাখ ২৯ হাজার

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৩ ০৬:০৮ |আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ০১:৫১
আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড
আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজার প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট কোঅর্ডিনেটর।

পদের সংখ্যা: ১।

আবেদন যোগ্যতা:  ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমাজকর্ম, লোকপ্রশাসন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

কোনো সংস্থার ডিজাস্টার ম্যানেজমেন্ট, হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এ সংক্রান্ত প্রকল্পে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

দলনেতা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক মোট বেতন ১,২৯, ২৪৬ টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও মোবাইল ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের  লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। 



মন্তব্য করুন