১৩ রানে শেষ ৫ উইকেট হারাল বাংলাদেশ
১৩ রানে শেষ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ত্রিশোর্ধ রান এলো পাঁচ ব্যাটারের কাছ থেকে। কিন্তু তামিম ইকবাল বাদে ফিফটির দেখা পেলেন না বাকিদের কেউই। থিতু হয়েও নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা ফিরলেন। লোয়ার অর্ডার তো এক রকম বিধ্বস্তই হলো। ভালো সম্ভাবনা থাকার পরও বাংলাদেশের স্কোরটা তাই তিনশ হলো না।
চেমসফোর্ডে রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
এক পর্যায়ে ৫ উইকেটে ২৬১ ছিল বাংলাদেশের স্কোর। সেখান থেকে ৪৮.৫ ওভারে ২৭৪ রানে গুটিয়ে গেছে টাইগাররা। অর্থাৎ ১৩ রান যোগ করতে হারিয়েছে শেষ ৫ উইকেট।
তামিম সর্বোচ্চ ৬৯ রান করেছেন। তার ৮২ বলের ইনিংসে ছিল ৬ চার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন মুশফিকুর রহিম। মেহেদী হাসান মিরাজ ৩৭, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাট থেকে এসেছে ৩৫ রান করে।
আইরিশদের পক্ষে মার্ক অ্যাডায়ার সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল।
সিরিজের প্রথম ম্যাচটি পুরোপুরি হতে পারেনি। প্রথমে ব্যাট করা বাংলাদেশের ইনিংসের খেলা পুরোটা হলেও আইরিশদের ইনিংসে বৃষ্টি হানা দেয়। তাই পণ্ড হয় ম্যাচ।
এরপর দ্বিতীয় ওয়ানডে জিতে নেয় বাংলাদেশ। সুবাদে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।
মন্তব্য করুন