লোডশেডিং আরও কিছু দিন চলবে : নসরুল হামিদ

ছবি : সংগৃহীত
জ্বালানি সংকটের কারণে চলমান লোডশেডিং আরও কিছু দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার (৩ জুন) সকালে সাভারের বিরুলিয়ায়
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রায়
দেড় হাজার মেগাওয়াটের উপরে লোডশেডিং হচ্ছে। নসরুল হামিদ বলেন, আমরা বিদ্যুতের পাওয়ার
প্ল্যান্ট করলাম, আমরা চালু করব, বন্ধ হয়ে গেল কোভিডে। বসিয়ে বসিয়ে পয়সা দিতে হলো;
খরচ করতে হয়েছে। আবার যখন ইউক্রেন যুদ্ধ লাগল, যে তেলের দাম ছিল ৭০ ডলার, হয়ে গেল ১৪০
ডলার; বেড়ে গেল। সরকার ভর্তুকি দিচ্ছে। বিদ্যুৎ উৎপন্ন করতে ৬ টাকা লাগে, আমি বিক্রি
করছি লসে।
মন্তব্য করুন