সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে আবাসিক শিক্ষার্থীর বিছানা নামিয়ে দিলো ছাত্রলীগ নেতা

রাবি প্রতিবেদক
৩ জুন ২০২৩ ১৭:৪৮ |আপডেট : ৪ জুন ২০২৩ ১৬:১৩
রাবিতে আবাসিক শিক্ষার্থীর বিছানা নামিয়ে দিলো ছাত্রলীগ নেতা
রাবিতে আবাসিক শিক্ষার্থীর বিছানা নামিয়ে দিলো ছাত্রলীগ নেতা

দলীয় কর্মসূচিতে না যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দেয়ার অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শনিবার (৩ জুন) দুপুর ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের ৩৫১ নম্বর রুমে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাধ্যক্ষ বরাবর মৌখিক অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযুক্ত  দুই ছাত্রলীগ নেতা হলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আলী ও সহ-সভাপতি মাজহারুল ইসলাম।   অপরদিকে ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জোনায়েদ আহমদ ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। জোনায়েদ আহমদ ৩৫১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ও জোবায়েদ হোসেন প্রাধ্যক্ষের অনুমতি নিয়ে ওই কক্ষে থাকেন।

ভুক্তভোগী ও হলের আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, শনিবার দুপুর দুইটার দিকে ৩৫১ নম্বর কক্ষে আসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আলী ও সহ-সভাপতি মাজহারুল ইসলাম। তারা কক্ষের সবাইকে কর্মসূচিতে যাওয়ার জন্য ডাকে। কিন্তু আগামী ৫জুন জোবায়েদের পরীক্ষা থাকায় তিনি কর্মসূচিতে যেতে অস্বীকৃতি জানান। তবে তার কথা না শুনে তাদেরকে কর্মসূচিতে যেতেই হবে বলে হুমকি দিয়ে চলে যান ছাত্রলীগ নেতারা। এর কিছুক্ষণ পর কক্ষে তাদের দুজন অনুসারী আসেন। তারা রুমের সবাইকে কর্মসূচিতে যেতে বলেন। অন্যথায় তাদেরকে হল থেকে নামিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফের রুমে আসেন মাজহারুল ইসলাম ও তার এক অনুসারী। তারা ভুক্তভোগীদের বিছানাপত্র নামিয়ে দেন। এসময় ভুক্তভোগীদের কেউ রুমে ছিলেন না।