শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কিছু কথা রূপকথা নয়

এমএইচ মোবারক
১৯ জানুয়ারি ২০২১ ১৯:৩৬ |আপডেট : ২৫ এপ্রিল ২০২১ ০৪:৪৩
এমএইচ মোবারকের কবিতা
এমএইচ মোবারকের কবিতা

কিছু কথা রূপকথা নয়

সমস্ত স্মৃতিকে অহেতুক অজুহাতে ফেলে

ছুটি নিয়েছি বলেই নিস্তার চাও,

ইচ্ছামতো কিছু স্বপ্নকে হত্যা করে

গড়ে নিতে চাও নিজস্ব প্ল্যাটফর্ম।


একটা সাবেক বাড়ির প্রিয় আঙ্গিনাকে

বাতিল রিক্সার পুরনো চাকার মতো

পরিত্যাক্ত জঞ্জাল ভাবছো আজকাল!

জীবন্ত স্বপ্নকে নিংড়ে রক্ত ঝরিয়ে হত্যা;

অতঃপর সহজ জীবনযাপন!

 

যে মুখোশে ঢেকে নিয়েছ প্রসাধন-চর্চিত মুখ,

যে-হাতে আজ ধরে আছো নীলনকশা

সম্পর্ক মুছে ফেলবার, সেই মুখ সেই হাত

কিছুই জানে না!

পথই জানে ভবিতব্য, জানে এর সঠিক গন্তব্য—

 

তুমি আকাশ কিংবা ভোকাট্টা ঘুড়ির প্রতীক আজ

আমি তা-ও জানি; সব উচ্চারণ আজ

ভারহীন তোমার কাছে, তুমি উন্মুক্ত আকাশ

তাই হয়তো বেলা-অবেলায়

তুমি ফড়িংয়ের ডানা যেন

চাঞ্চল্যে উড়ছো বেশ!

 

এ উড়াল পূর্ণতা থেকে শূন্যে

অভিকর্ষ টান ছাড়িয়ে যাচ্ছো দূরে

উড়ে যাবে অচেনা পাখির মতো

অন্য গ্রহে অন্য মাটির টানে।

 

বেশ কিছু নিস্তব্ধতা আর দৃশ্যপটের পর

তোমার চোখে ফুটবে নতুন একটা

জন্মদিনের ফুল; উন্মোচিত হবে 

মুখোশের সবটুকু রং, সব গুপ্তকথা।



মন্তব্য করুন