শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জেতা ম্যাচ হারলো আফগানিস্তান, সুপার ফোরে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৮ |আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩২
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে যেতে আফগানিস্তানের আজ জিততেই হতো না। ২৯২ রানের লক্ষ্যটা তাড়া করতে হতো ৩৭.১ ওভারে।

নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ২ রানে হারের তিক্ত স্বাদ পেয়ে বিদায় নিয়েছে রশিদ খানরা। তাতে বাংলাদেশের পর বি গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কান দল।  

টান টান উত্তেজনার ম্যাচে ৩৭ ওভার শেষে আফগানদের স্কোর ছিল ৮ উইকেটে ২৮৯। জয়ের জন্য দরকার আর তিন রান। আর সুপার ফোরের দরজা পার করতে এক বলে তিন! কিন্তু ৩৭.১ ওভারে ধনাঞ্জয়ার বলে মুজিব আউট হতেই সব সম্ভাবনা মুহূর্তেই শেষ হয়ে গেছে। তখন ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে থাকলেও পরের দুটি বলে ডট দিয়ে ফজল হক ফারুকিকে লেগ বিফোরে আউট করে শ্রীলঙ্কাকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন ধনাঞ্জয়া।



মন্তব্য করুন