বৃষ্টিভেজা মহারণে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় ভারতের

ছবি : সংগৃহীত
বিরাট কোহলি ও কেএল রাহুলের অপরাজিত জোড়া সেঞ্চুরিতে রেকর্ড পুঁজি পেল ভারত। বিশাল লক্ষ্যের পেছনে ছুটে কখনোই সম্ভাবনা জাগাতে পারল না পাকিস্তান।
ভারতীয় পেসারদের শুরুর তোপের পর কুলদীপ যাদবের স্পিনে তারা ঘায়েল হলো।
পাকিস্তানিরা পেল ওয়ানডেতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রানের হিসাবে সবচেয়ে বড় হারের
তিক্ত অভিজ্ঞতা।
এশিয়া কাপের সুপার ফোরে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে সোমবার ২২৮ রানের
বিশাল ব্যবধানে জিতেছে ভারত। টস হেরে আগে ব্যাট করে ২ উইকেটে ৩৫৬ রান তোলে তারা। জবাবে
৩২ খেলে পাকিস্তান থামে মাত্র ১২৮ রানে। হারিস রউফ ও নাসিম শাহ চোটের কারণে ব্যাটিংয়ে
নামেননি। তাই দলটির ৮ উইকেট পড়ার পরই একপেশে লড়াইয়ের ইতি ঘটে।
এই সংস্করণে দুই দলের সাক্ষাতে রান ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এতদিন
ছিল পাকিস্তানের দখলে। ২০১৭ সালে ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তারা ভারতকে হারিয়েছিল
১৮০ রানে। ছয় বছরের ব্যবধানে সেটাকে ছাড়িয়ে গেল এবারের ম্যাচের ফল।
মন্তব্য করুন