শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোণা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১০ |আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৭
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো নেত্রকোণা মেডিকেল কলেজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেপুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, এমপি। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা -৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে নেত্রকোণা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শ্যামল কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সিভিল সার্জন মো. সেলিম মিয়া, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের তত্ত্ববধায়ক এ এস এম মাহাবুবুর রহমান, নেত্রকোণা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ পলাশ মজুমদার বাপি, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী সমাপ্তি হয়।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর