সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তামিম ইস্যুতে পুলিশ কর্মকর্তা নাজমুলের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪০ |আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪৩
তামিম ইকবাল ও এডিসি নাজমুল ইসলাম।
তামিম ইকবাল ও এডিসি নাজমুল ইসলাম।

তামিমের ভিডিও বার্তার জেরে বেশ সরব এখন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। তার পক্ষে-বিপক্ষে অনেকেই লেখালেখি করছেন। নিজের মতামত লিখেছেন ডিএমপির এডিশনাল ডেপুটি কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে এডিসি নাজমুল ইসলাম তার ফেসবুকে লিখেন, একজন চুক্তিবদ্ধ খেলোয়াড় আগের বার অবসর ঘোষণার সময় লাইভে এসে কান্নাকাটি এবং আজকে দলে না ঢোকা নিয়ে অভিযোগ করতে পারে না। এটা অন্য দেশের জন্য হাসির খোরাক বানাচ্ছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে এডিসি নাজমুল ইসলাম তার ফেসবুকে লিখেন, একজন চুক্তিবদ্ধ খেলোয়াড় আগের বার অবসর ঘোষণার সময় লাইভে এসে কান্নাকাটি এবং আজকে দলে না ঢোকা নিয়ে অভিযোগ করতে পারে না। এটা অন্য দেশের জন্য হাসির খোরাক বানাচ্ছে।

লর্ডস এর সেঞ্চুরিয়ান লাইভ করে নিজেকে ডিফেন্ড করছেন, এটা কাম্য না। নাজমুল বিশ্বাস করেন তামিম বড় মাপের খেলোয়াড় ও বিশ্বকাপে অনন্য ভূমিকা পালন করার ক্ষমতা রাখেন। কোন একটা বিচ্যুতির কারণে হয়তো খেলতে পারছেন না বা তাকে কেউ অন্যায়ভাবে দলে নেইনি; অনেক কষ্টের এটা।

তবে তামিম যদি মনে করেই থাকেন কোথাও অবিচার হচ্ছে তিনি বোর্ডের কাছে বা প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী এর কাছে যেতে পারতেন যেখানে প্রধানমন্ত্রী তাকে অনেক স্নেহ করেন ও ভালবাসেন। তিনি দেশে ফিরে এটার একটা বিহিত করবেন অবশ্যই।

এডিসি নাজমুল আরও লিখেন, সব অন্যায় ও অবিচারের একটা পদ্ধতিগত রেসপন্স আছে, আবেগী হয়ে সিরিজের মাখখানে এসে অবসর নেয়ার জন্য কান্নাকাটি বা আজ অভিযোগের লাইভ করে আনন্দবাজার পত্রিকা বা গার্ডিয়ানের বিশ্রী শিরোনাম হওয়াটা খুবই বেমানান।

নাজমুল লিখেন, তিনি বিশ্বাস করেন,তামিম একদিন দলের অধিনায়ক হয়েই বীরের মত ফিরবেন। নিজে আবেগী হয়ে আবেগী জনতাকে গালি দেবার অবস্থা আর না করতে বলেন। যদিও অন্যের গালিযুক্ত মতামতকে গণতান্ত্রিক অধিকার মনে করেন এই পুলিশ কর্মকর্তা।

এর আগে বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিশ্বকাপে দল থেকে এক প্রকার বাধ্য হয়েই নিজের নাম সরিয়ে নেওয়ার কথা জানান তামিম। এমনকি গত ৩-৪ মাস ধরে একটি মহল ইচ্ছাকৃতভাবে তার ওপর সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন। বিসিবির টপ ম্যানেজমেন্টের এক কর্মকর্তা ফোন করে নিচের দিকে ব্যাটিং করতে বললেও রাজি হননি তামিম। আর এটাই কাল হয়ে দাঁড়ায় ড্যাসিং ওপেনারের জন্য।

এদিকে, বুধবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে তামিমের বাদ পড়া ছাড়াও আরও বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন। বিভিন্ন বক্তব্যে তিনি ইঙ্গিতও করেছেন, তামিমের বাদ পড়ার ব্যাপারে কোন কিছুই জানতেন না সাকিব।



মন্তব্য করুন