শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

একাডেমিক কর্মকাণ্ড না বাড়ালে কোন বিশ্ববিদ্যালয় স্বরূপে আবির্ভূত হয় না : বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১২ |আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৪৪
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একাডেমিক কর্মকাণ্ড না বাড়ালে কোন বিশ্ববিদ্যালয় স্বরূপে আবির্ভূত হয় না বলে মন্তব্য করেছেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কলা অনুষদের আয়োজনে দুই দিন ব্যাপি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন। শুক্রবার সকালে (২৯ সেপ্টেম্বর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এই সম্মেলন শুরু হয়।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য ড.পবিত্র সরকার। 

এসময় তিনি বলেন, ভাষার সঙ্গে সাহিত্য-সংস্কৃতির একটা গভীর সম্পর্ক বিদ্যমান। ভাষা ও সংস্কৃতির মাধ্যমে উপনিবেশ পরবর্তী সময়ে এ অঞ্চলের সমাজ অনেকখানি বদলে গেছে। এর পেছনে সমাজের বুদ্ধিজীবী শ্রেণীর বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ আরও বলেন, আমি এই বিশ্ববিদ্যালয় দায়িত্ব গ্রহণের দুইবছর পূর্ণ হয়েছে। আমি যখন এই বিশ্ববিদ্যালয় দায়িত্ব গ্রহণ করি সেই সময় করোনাকালীন সংকট ছিল। তার পরবর্তীতে আসে অর্থনৈতিক সংকট। এই বিশ্ববিদ্যালয় যেই সমস্যা টা বেশি ছিল সেটি হচ্ছে সেশনজট। একেক একটি বিভাগের চার বছরের সেশনজট ছিল।সর্বপ্রথম আমি সবার প্রচেষ্টায় এই সমস্যা দূর করি।বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয়। এখন আমরা নজর দিচ্ছি একাডেমিক এক্টিভিটিজ বাড়ানোর। আমাদের শিক্ষক সংকট আছে। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।এই সম্মেলন থেকেই আমাদের যাত্রা শুরু। এছাড়া অবকাঠামোগত সমস্যা সমাধানেও কাজ করে যাচ্ছি। 

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, দেশ ও বিদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করবে। আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

বেরোবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের (তুহিন ওয়াদুদ) সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ ও  দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ এবং বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সকালে সম্মেলন উদ্বোধনের আগে বেরোবি উপাচার্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ।

বেরোবি কলা অনুষদ আয়োজিত ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে পাঁচটি পৃথক সেশনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।



মন্তব্য করুন