শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের আগেই জিম্মি নাবিকদের ফেরানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৪ ২১:১৯ |আপডেট : ২৮ মার্চ ২০২৪ ২১:২৮
জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ
জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ

বাংলাদেশি পতাকাবাহি জাহাজ এমভি আবদুল্লাহ’র নাবিক ও জাহাজকে অপহরণের ঘটনায় ১৫ দিন অতিবাহিত হয়ে গেল। তবে তাদের মুক্ত করার ব্যপারে এখনও কোনো ফলপ্রসু সিদ্ধান্ত আসেনি। যে কারণে উৎকণ্ঠা বাড়ছে জিম্মি নাবিকদের পরিবারে। কিন্তু সব কিছু ঠিক থাকলে ঈদের আগেই সকল নাবিককে মুক্ত করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কর্পোরেশন।

তৃতীয় পক্ষের মাধ্যমে দস্যুদের সাথে ইতোমধ্যে আলাপও শুরু করেছে প্রতিষ্ঠানটি। মালিকপক্ষের আশা, দ্রুত সময়ের মধ্যেই সমাধান হবে এমভি আবদুল্লাহর সমস্যা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কবির গ্রুপের (কেএসআরএম) মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় তিনি বলেন, জাহাজের সব নাবিক সুস্থ আছেন। দস্যুদের সঙ্গে এখন পর্যন্ত চূড়ান্ত কোনও সমঝোতা হয়নি। তবে যোগাযোগ চলছে। আমরা সব নাবিককে সুস্থভাবে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছি। আশা করছি ঈদের আগেই আমরা সব নাবিকদের অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব।

জানা গেছে, ইইউর নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এমভি আব্দুল্লাহর কাছাকাছি থাকায় জলদস্যুরা কিছুটা শক্ত অবস্থান নিয়েছে। জাহাজটিতে ভারী অস্ত্র সজ্জিত করেছে জলদস্যুরা।



মন্তব্য করুন