শুক্রবার, ১৭ মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ভৈরবে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী তরীডুবি, মাঝি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
২ মে ২০২৪ ০৯:০১ |আপডেট : ৪ মে ২০২৪ ১৩:০৬
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী তরীডুবির ঘটনায় বাল্কহেডের মাঝি আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহর চর এলাকার ইসমাইল মিয়ার ছেলে।

বুধবার (১ মে) বিকেলে আব্দুল্লাহর চর এলাকায় ভৈরব নৌ-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় বাল্কহেডটিও জব্দ করা হয়।

গত ২২ মার্চ সন্ধ্যায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী তরীডুবির ঘটনায় পুলিশ সদদস্যসহ ৯ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা আব্দুল আলিম বাদী হয়ে বাল্কহেডের মাঝি ও সুকানিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভৈরব নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর রায়পুরার আব্দুল্লাহর চর এলাকায় অভিযান চালাই। এসময় অভিযুক্ত বাল্কহেডের মাঝি আল-আমিনকে বাল্কহেডসহ গ্রেফতার করি। পরে আশুগঞ্জ থানায় মামলা থাকায় আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালতে হাজির করলে আসামির ১৬৪ ধারার জবানবন্দি শুনে ম্যাজিস্ট্রেট আল-আমিনকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। এ ঘটনায় বাল্কহেডের সুকানি হৃদয় পলাতক রয়েছে বলেও তিনি জানান।



মন্তব্য করুন