শ্রমিকদের অবরোধে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে
বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশ্বর এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা। শুক্রবার (১৪ জুন) সকাল থেকে এই আন্দোলনে নেমেছেন তারা।
জানা গেছে, ওই এলাকার ডেনিম প্রসেসিং প্লান্ট
নামে কারখানার শ্রমিকরা এই অবরোধ করছেন।
ডেনিম প্রসেসিং প্লান্টের কয়েকজন শ্রমিক
জানান, গত দুই মাসের বকেয়া বেতনসহ ওভারটাইমের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে অবরোধে
নেমেছেন তারা। এ সময় কয়েক হাজার শ্রমিককে একসঙ্গে মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে।
এদিকে, প্রায় দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের
উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বেকায়দায় পড়েছেন রোগীবাহী
অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রীসহ জরুরি প্রয়োজনের যাত্রীরা।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) ইকবার বাহার মজুমদার বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। যানজট নিরসনে কাজ চলছে।’
মন্তব্য করুন