বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৩৮তম বিসিএসের গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১ ১৯:৫৪ |আপডেট : ২৫ এপ্রিল ২০২১ ০০:৩২
সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন

৩৮তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২ হাজার ১২৯ প্রার্থীর নামে এ গ্যাজেট প্রকাশ করা হয়। পিএসসির সুপারিশ করা সত্ত্বে বাদ পড়েছেন ৭৫ জন প্রার্থী।

সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) এ গেজেট প্রকাশ করা হয়।

গত বছর ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সাংবিধানিক সংস্থাটি।

পিএসসির সুপারিশে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, সহকারী সার্জন ২২০ এবং কৃষি ক্যাডারে ২৪১ জনসহ মোট ২ হাজার ২০৪ জনকে সুপারিশ করা হয়।  

এর আগে এ বিসিএস পরীক্ষায় ২ হাজার ২৪ ক্যাডার কর্মকর্তা পদের বিপরীতে আবেদন করেছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ২০১৯ সালের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়।

লিখিত পরীক্ষায় পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন।



মন্তব্য করুন