শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রেম অবিনশ্বর

প্রদীপ্ত মোবারক
১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৩ |আপডেট : ২৫ এপ্রিল ২০২১ ১৬:৫৭
কবি : প্রদীপ্ত মোবারক
কবি : প্রদীপ্ত মোবারক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু প্রেম ও দ্রোহ ;– সমাজচেতনা ও দেশপ্রেম তার কাব্যপ্রেরণার অন্যতম সূত্র। তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেন। বর্তমানে বাংলা কবিতায় ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

শুরুটাই বেশ ছিল, শুধু হতো কথা

গল্পটা যদিও পুরনো, তবুও কি অযথা

পথে কিছু ভুল ছিলো, বুঝতে তোমাকে

তাই বলে এভাবেই দূরে ঠেলে দিলে আমাকে!

 

আজ খুব সহজেই সব ভুলে থাকো

কোন ক্ষোভে অযথাই বারবার বকো!

 

এটুকুও জেনে রেখো ভালোবাসি খুব

কোলাহল থেমে গেছে; মনের অসুখ।

এ ব্যামোর নিরাময় শুধু তুমি জানো,

মেনে নেই সবটাই যে আঘাত হানো।

 

সীমাহীন যন্ত্রণায় বয়ে চলি দিন

দিন যায় রাত আসে, তবু নই তুমি হীন।

 

অনন্ত যাত্রায় এসো রাখলাম আমন্ত্রণ,

এ প্রেম অবিনশ্বর, হবেনা মরন।



মন্তব্য করুন