শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যু

প্রদীপ্ত মোবারক
১১ মার্চ ২০২১ ১১:৪২ |আপডেট : ২৬ এপ্রিল ২০২১ ০১:৩৫
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু প্রেম ও দ্রোহ;– সমাজচেতনা ও দেশপ্রেম তার কাব্যপ্রেরণার অন্যতম সূত্র। তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেন। বর্তমানে বাংলা কবিতায় ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

সব দেয়ালে

তোর খেয়ালে

মন কবিটা

আঁকছে ছবি।

এ শব্দটা

বলছিলি কেন

আমার রবি?

 

ইচ্ছে করে

মুখ ফেরালি

চোখ ঘুরালি

কোন কথাটায়

উঠলো কাঁপন

মনে এমন।

 

অহংকারে

স্নান করেছিস

অপমানের

গান ধরেছিস।

তাও আবার অকারণে!

 

তোর ঐ মুখে

কথার আগুন

উঠছে জ্বলে

একটু হলেই।

এই উত্তাপেও

স্বপ্ন বুনি

সময় গুণি,

হয়না জানা

কেমন করে।

বুকটা উঠে

হাওয়ায় ভরে।

সুখটা যে তুই

ছিনিয়ে নিলি।

 

কেন এমন

ধুকপুক বুক

রাত জাগা

এই হুতুম প্যাঁচার।

ব্যথার খোঁচা

যতই দিবি

ততো আমায়

সামনে পাবি।



মন্তব্য করুন