শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে যুক্ত হচ্ছে চতুর্থ প্রজন্মের প্রথম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২১ ১৪:৫২ |আপডেট : ২৬ এপ্রিল ২০২১ ০৮:২৩
প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

বিগত ১২ বছরে দেশের শেয়ারবাজারে যুক্ত হয়নি নতুন কোনো ব্যাংক। এবার সেই অচলায়তন কাটিয়ে শেয়ারবাজারে যুক্ত হচ্ছে চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। এনআরবিসি হবে শেয়ারবাজারে যুক্ত হওয়া প্রথম চতুর্থ প্রজন্মের ব্যাংক।

আজ সোমবার (২২ মার্চ) দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে কোম্পানিটির লেনদেন শুরু হবে।

 

এর আগে দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে আনুষ্ঠানিক তালিকাভুক্ত হবে ব্যাংকটি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এনআরবিসি ব্যাংকের তালিকাভুক্তির বিষয়ে ইতোমধ্যেই তথ্য প্রকাশ করা হয়েছে।

 

এনআরবিসি ব্যাংক প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১২ কোটি শেয়ার ছেড়ে ১২০ কোটি টাকা সংগ্রহ করেছে। আইপিওতে প্রতিটি শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিক্রি করা হয়। এ বিষয়ে ব্যাংকটির ভাষ্য, আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থের মধ্যে ১১০ কোটি টাকা সরকারি বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ করবে তারা। আর ৬ কোটি টাকা বিনিয়োগ করা হবে শেয়ারবাজারে।

 

২০০৮ সালে শেয়ারবাজারে সর্বশেষ তালিকাভুক্ত হয়েছিলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এরপর ১২ বছর পর শেয়ারবাজারে যুক্ত হচ্ছে এনআরবিসি ব্যাংক। ফলে ব্যাংকটি যুক্ত হওয়ার পর শেয়ারবাজারে ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩১। এই ৩১টি ব্যংকের মধ্যে একমাত্র রূপালী ব্যাংক হলো সরকারের মালিকানাধী ব্যাংক। বাকি ৩০টিই দেশীয় মালিকানাধীন বেসরকারি ব্যাংক। বর্তমানে দেশীয় মালিকানাধীন বেসরকারি ব্যাংকের সংখ্যা ৪২।

 

ডিএসইতে প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে সেপ্টেম্বরএ তিন মাসে এনআরবিসি ব্যাংক কর-পরবর্তী ১০৪ কোটি টাকার বেশি মুনাফা করেছে। তাতে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা। তবে আইপিওর ১২ কোটি শেয়ারকে বিবেচনায় নেওয়ার পর শেয়ারপ্রতি আয় দাঁড়ায় প্রায় ১ টাকা ৪৯ পয়সায়।



মন্তব্য করুন