শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নিমগ্ন নিষ্ঠা ভেঙে

প্রদীপ্ত মোবারক
২৩ মার্চ ২০২১ ০৩:৩৬ |আপডেট : ২৬ এপ্রিল ২০২১ ১৫:১৭
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু প্রেম ও দ্রোহ;– সমাজচেতনা ও দেশপ্রেম তার কাব্যপ্রেরণার অন্যতম সূত্র। তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেন। বর্তমানে বাংলা কবিতায় ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

উপেক্ষা অবহেলা; বারবার ফিরে আসা

তোমার নিখুঁত পরিকল্পিত নতুন পথের বাঁকে।

নিমগ্ন নিষ্ঠা ভেঙে হঠাৎই

সন্দেহের কালো কোকিল উঠেছিল ডেকে!

তুমি খানিকটা নতশিরে দুঃখ প্রকাশ করেছিলে।

একটুকুও মিথ্যে নয় যৌথ নির্জনতা ভেঙে বৃষ্টিও নেমেছিল, একটা সন্ধ্যা তার সাক্ষী । আমার সরলতা তখনও বুঝে উঠেনি

এ তো বৃষ্টি নয়!

কি এমন ক্রোধ ছিল তোমার;

যার লেলিহান শিখার উত্তপ্ত

দীর্ঘশ্বাসে ক্ষতবিক্ষত হয়ে,

একাকী কেঁদেছে আমার সময়।

 

কলকাতা

মির্জা গালিব স্ট্রীট

২২ মার্চ ২০২১



মন্তব্য করুন