শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৪২তম বিসিএসের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
২৯ মার্চ ২০২১ ২২:৩১ |আপডেট : ২৬ এপ্রিল ২০২১ ২২:৪০
সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন

৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হয়েছেন। সোমবার (২৯ মার্চ) বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।

উত্তীর্ণদের এ তালিকা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করে উত্তীর্ণদের ফল পাঠানো হচ্ছে।


এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪২তম বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে । 


জানা গেছে, দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়ে। 



মন্তব্য করুন