বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কেনিয়াকে হারিয়ে কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
৩ এপ্রিল ২০২১ ০০:৫৮ |আপডেট : ২০ এপ্রিল ২০২১ ০৪:২৩
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২এপ্রিল) জাতীয় ভলিবল স্টেডিয়ামে ৩৪-২৮ পয়েন্টের ব্যবধানে সফরকারীদের হারায় স্বাগতিকরা।


স্বধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫টি দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজিত হয়।


পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে একে একে শ্রীলংকা, নেপাল, পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিলো। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

 

এসময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

 

খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার বলেন, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমরাই চ্যাম্পিয়ন। তিন মহাদেশের দেশ অংশ নিয়েছিলো টুর্নামেন্টে। আমরা একে একে সবাইকে হারিয়েছি।

 

বাংলাদেশ দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াত বলেন, সেরা দল হিসেবেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে তারা। আশা করি ভবিষ্যতে বাংলাদেশ দল তাদের হারানো গৌরব ফিরে পাবে।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর