শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সারাদেশ লকডাউনে, তবুও চলবে বাংলাদেশ গেমস

ক্রীড়া প্রতিবেদক
৪ এপ্রিল ২০২১ ২০:২৫ |আপডেট : ২৫ এপ্রিল ২০২১ ০৯:০৯
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তবে এর মধ্যেই চলবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিএও) মহাসচিব শাহেদ রেজা।

 

ভিডিও বার্তায় তিনি বলেন, ইনশাল্লাহ বাংলাদেশ গেমস চলবে। যেগুলো ইভেন্ট বাকি আছে আমরা স্বাস্থ্যবিধি মেনে শেষ করবো। আমি আশাবাদী। সরকার বিষয়টি জানে। তাদের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাবো।

 

এর আগে ১ এপ্রিল বাংলাদেশ গেমস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনটি ১০ এপ্রিল শেষ হওয়ার কথা। তবে বিএও মহাসচিব জানালেন, ৯ এপ্রিলের মধ্যে শেষ করে দেবেন প্রতিযোগিতা।

 

তিনি বলেন,ইতোমধ্যে সবার সঙ্গে কথা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন গেমসটা ঠিক মতো হবে। আগামী ৯ তারিখের মধ্যে গেমসটি শেষ করে ফেলব।



মন্তব্য করুন