শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে বাফুফের অনুদান বন্ধ করলো ফিফা

ক্রীড়া প্রতিবেদক
৬ এপ্রিল ২০২১ ০১:৫৯ |আপডেট : ২৬ এপ্রিল ২০২১ ০৬:০৩
ফিফা সভাপতির সঙ্গে বাফুফে সভাপতি। পুরোনো ছবি
ফিফা সভাপতির সঙ্গে বাফুফে সভাপতি। পুরোনো ছবি

আর্থিক দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা। গত তিন মাস ধরে কোনো ধরনের আর্থিক সহোযোগিতা করছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী।

 

ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন,  ফিফার সাথে আমাদের এই বিষয়ে মঙ্গলবার সভা রয়েছে। ফিফা আমাদের আর্থিক বিষয়ে আরও কিছু নির্দেশনা দিয়েছে। মঙ্গলবারের সভার পরেই মূলত এই বিষয়ে স্পষ্ট করে বলা যাবে।

 

উল্লেখ্য, বছরে বাফুফেকে প্রায় ৪ লাখ ডলার দিয়ে থাকে ফিফা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ চার কোটি টাকা।


ফিফা ৩০ মার্চ এ বিষয়ে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তাদের উপর সন্তুষ্ট নন বাফুফের সিনিয়র সহসভাপতি। তিনি বলেন, ‘আমাদের সিএফওর ওপর আমি মোটেও সন্তুষ্ট না। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি বিধায় আমাদের এই রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আমার ফিন্যান্স কমিটির সভায় তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’



মন্তব্য করুন