শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিকে থাকবে না উ. কোরিয়া

ক্রীড়া প্রতিবেদক
৬ এপ্রিল ২০২১ ১৫:৪৯ |আপডেট : ২৪ এপ্রিল ২০২১ ১২:২৫
প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

টোকিও অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। করোনাভাইরাসের কারণে এ বছরের জুলাইয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় খেলবে না দেশটি।

গত ২৫ মার্চ পিয়ংইয়ংয়ে এক বৈঠকে এই  সিদ্ধান্ত নেয়ওয়া হয়। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।

 

 উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, আমাদের অলিম্পিক কমিটি ৩২তম অলিম্পিকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলমান স্বাস্থ্য সংকটে খেলোয়াড়দের রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক পিছিয়ে আসে ২০২১ সালের জুলাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।



মন্তব্য করুন