বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফিফার অনুদান বন্ধ হয়নি, একদিন না যেতেই উল্টো সুর

ক্রীড়া প্রতিবেদক
৭ এপ্রিল ২০২১ ০০:০৩ |আপডেট : ২৩ এপ্রিল ২০২১ ২০:১৩
ছবি : ঢাকা ওয়েভ
ছবি : ঢাকা ওয়েভ

আর্থিক দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা। এমন খবরে দেশের সংবাদমাধ্যম সয়ল্যাব হয়েছিল গতকাল। একদিন না যেতেই উল্টো সুর শোনা গেলো বাফুফে সিনিয়র সভাপতির কণ্ঠে।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকে জানালেন, ফিফা কোনো অনুদান বন্ধ করেনি। একই কথা বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহগ। 


সালাম মুর্শেদি বলেন, ‘ফিফা আমাদের কোনো অনুদান বন্ধ করেনি। তারা আমাদের হিসেব-নিকাশের পদ্ধতিতে আরও সন্তুষ্ট হয়েছে।’


সোহাগ বলেন, ‘গত মাসেও বাফুফের অনুদান এসেছে। তারা বন্ধ করেনি। ভবিষ্যতে যেন আরও স্বচ্ছ হিসেব-নিকেশ হয় এ জন্য দিক নির্দেশনা দিয়েছে। কোভিডের কারণে যেসব অনুদান বন্ধ হয়েছিল এগুলো প্রজেক্ট মাঠে গড়ালে দেবে।’


এর আগে গতকাল জানিয়েছিল, গত তিন মাস ধরে কোনো ধরনের আর্থিক সহোযোগিতা করছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।বিষয়টি স্বীকার করে তিনি বলেছিলেন, ‘ফিফার সাথে আমাদের এই বিষয়ে মঙ্গলবার সভা রয়েছে। ফিফা আমাদের আর্থিক বিষয়ে আরও কিছু নির্দেশনা দিয়েছে। মঙ্গলবারের সভার পরেই মূলত এই বিষয়ে স্পষ্ট করে বলা যাবে।’


উল্লেখ্য, বছরে বাফুফেকে প্রায় ৪ লাখ ডলার দিয়ে থাকে ফিফা। বাংলাদেশি টাকায় যা চার কোটি টাকা। 


ফিফা ৩০ মার্চ এ বিষয়ে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে।অর্থ বিভাগের কর্মকর্তাদের উপর সন্তুষ্ট নন বাফুফের সিনিয়র সহসভাপতি। তিনি বলেছিলেন, ‘আমাদের সিএফওর ওপর আমি মোটেও সন্তুষ্ট না। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি বিধায় আমাদের এই রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আমার ফিন্যান্স কমিটির সভায় তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’



মন্তব্য করুন