বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভেঙে দাও নীরবতা

প্রদীপ্ত মোবারক
৮ এপ্রিল ২০২১ ০২:১২ |আপডেট : ২৭ এপ্রিল ২০২১ ০১:৪৭
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

ঈশ্বর বৃষ্টির সাজে নেমে এসো না

প্রথম চুম্বন এঁটে দিও সবুজের কপালে

তারপর অধর ছুঁয়ে রাঁধার পিঠের তিলে

এভাবে দু-দণ্ড শীতলতা বিলিয়ে থেমে যেও না।

 

ঈশ্বর করুণার দৃষ্টিতে চেয়ে দেখো

তোমার আসমানের তলায় বসেই আছি

তার অপেক্ষায় আজকাল এভাবেই বাঁচি

বসে থাকা প্রাণটাকে পাশ কাটিয়ে হেঁটে যেও না।

 

ঈশ্বর শোনো একটু যেখানে কোকিল বসেছিল

আজ একই ডালে বাঁধতে দিও না অন্য বাসা

সকাল থেকে পড়ন্ত গোধূলি অবধি তার আশা

আশায় বিসর্জিত অশ্রুকে ফেরত দিও না।

 

ঈশ্বর নিশ্চুপ থেকো না সৃষ্টির ডাকে

আবার ফিরিয়ে দাও ঘুম আর রাঁধার হৃদয়

যে আলো হয়ে এসেছিল তার প্রতি থেকো সদয়

যে মন খুঁজছে যাকে মনেপ্রাণে; ভেঙে দাও তার নীরবতা।



মন্তব্য করুন