বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘শুভ নববর্ষ’র শুভেচ্ছা বার্তা পাঠান প্রিয়জনকে

অনলাইন ডেস্ক
১৩ এপ্রিল ২০২১ ২৩:১৩ |আপডেট : ২৪ এপ্রিল ২০২১ ১৯:১৭
ঢাকা ওয়েভের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ
ঢাকা ওয়েভের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। অনান্য বছর শুভেচ্ছার স্রোতে ফেসবুক মেসেঞ্জার আর হোয়াটস্যাপ ভেসে যাওয়ার দিন। কিন্তু নতুন বছরের উল্লাসের চেয়ে গত বছরের মতো এই বছরও উৎকণ্ঠা বেশি। তবুও আনন্দে থাকুন, ভালো থাকুন। আগামীকে ভালো রাখতে করোনা সর্তকতা মেনে চলার চেষ্টা করুন।

বিদায় ১৪২৭। শুরু হচ্ছে বাংলা নতুন বছর ১৪২৮, বাঙালি জাতির কাছে ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। নতুন বছর মানে শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা, আর কত কী! কিন্তু এ বছরটা গত বছরের মতো অন্য বছরের থেকে আলাদা। কারণ করোনা সংকটে হতাশা আর আশঙ্কার কালো মেঘ জমেছে গোটা বিশ্বজুড়ে। তবুও রাত শেষে নতুন দিনের সূর্য উঠবেই। এমনটাই আশা। দেখা-সাক্ষাৎ বন্ধ, করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই আপনার প্রিয়জন বা কাছের মানুষ, বন্ধু ও আত্মীয়দের পয়েলা বৈশাখের শুভেচ্ছা বার্তা পাঠান মুঠোফোনে, মেসেজিং অ্যাপে।

পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা

১. পুরনো বছরের হতাশা, দুঃখ, অবসাদ ধুয়ে যাক এই আমার কামনা। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ নববর্ষ। রইল নববর্ষের একরাশ শুভেচ্ছা।

২. পয়লা বৈশাখে না হয় এবার একলাই থাক বাঙালি। আসো মনে মনে হাত ধরে আগামীকে ভালো রাখার শপথ করি। ১৪২৮-এ বিশ্ব হোক করোনামুক্ত।

৩. কাটুক করোনার কালো বিষাদের মেঘ, শীতল বারিধারার মতো তোমার জীবনে নেমে আসুক হর্ষ। শুভ হোক তোমার এই নববর্ষ। বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা।

৪. পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর আনন্দে ভরপুর! এই কামনায় তোমাদের জানাই আমি থেকে বহুদূর ! শুভ নববর্ষ ১৪২৮।

৫. নতুন বছরে নতুন সূর্য জীবনে আনুক অনেক সুখ-সমৃদ্ধি। খুব ভালো কাটুক আগামী দিনগুলো। শুভ নববর্ষ ১৪২৮।

৬. তোমার সব ইচ্ছে আর স্বপ্ন ডানা মেলুক, নতুন বছর সপরিবারে খুব ভালো কাটুক। শুভ নববর্ষ ১৪২৮।

৭. পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙালির প্রাণ, নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ ১৪২৮।

৮. একটু আলো, একটু আধার! নদীর বুকে আজ মনের ইচ্ছেরা দিচ্ছে সাঁতার। কিছু দুঃখ, কিছু হর্ষ! হ্যাপি নিউ ইয়ার না বলে বরং আজ বলুন শুভ নববর্ষ।

৯. চৈত্রের নিঝুম কালো রাত্রি শেষে, সূর্য আসুক রঙিন বেশে। সেই সূর্যের সোনালি ঝকমকে আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো! নতুন বছরের শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ।

১০. নতুন এই দিন, নতুন এই আলো, নতুন এই বছর, নতুন স্বপ্ন- নতুন সবকিছু ভালো। শুভ নববর্ষ ১৪২৮।

১১. পুরনো ১৪২৭ বছরের হতাশা, দুঃখ, অবসাদ ধুয়ে যাক।  আর সুখ, আনন্দে মুছে যাক সব  যাতনা। সবার প্রতি রইল নববর্ষের একরাশ শুভেচ্ছা। -- পহেলা বৈশাখ  ১৪২৮

১২.ইচ্ছে গুলি তোমার উড়ে বেড়াক পাখনা মেলে, দিন গুলি যাক এমনি হাসে খেলে। তোমার কোনো শখ যেন অপূর্ণ না থাকে। শুভ কামনার সাথে জানাই - বাংলা নববর্ষ  ১৪২৮

১৩.পয়লা বৈশাখের দিনটি সবাই মিলে মিশে থাকি, আমরা বাঙালি। এসো আমরা সবাই মিলে, আগামীকে ভালো রাখার শপথ বাক্য পাঠ করি। ১৪২৮-এ বিশ্ব হোক করোনা মুক্ত।

১৪. কাটুক হতাশা, দুঃখ, অবসাদ বিষাদের মেঘ, শীতল বারি ধারার মতো তোমার জীবনে নেমে আসুক আনন্দ ও সুখ --শুভ হোক, ভালো কাটুক তোমার এই নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।-- পহেলা বৈশাখ  ১৪২৮

১৫. বিগত সব দুঃখ, কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হোক, সুখ সমৃদ্ধি ও আনন্দে ভরপুর --বহুদূর থেকে আমি জানাই - শুভ নববর্ষের শুভেচ্ছা। -- বাংলা নববর্ষ  ১৪২৮

১৬.নতুন বছরে নতুন সূর্য, তোমার জীবনে নতুন করে আসুক সাফল্য, সুখ-সমৃদ্ধি। ভালো কাটুক আগামী বছরের দিনগুলো। -- শুভ নববর্ষ ১৪২৮

১৭. নতুন বছর ১৪২৮ এ আপনি ও আপনার সপরিবার খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। -- শুভ নববর্ষ ১৪২৮

১৮. সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আপনাকে এবং আপনার পরিবারের সবাই - নতুন বছরে খুশি, শান্তি এবং সাফল্য ক্রমাগত বয়ে আনুক।-- শুভ পহেলা বৈশাখ ১৪২৮

১৯. নতুন প্রভাতের নতুন আলোতে, স্বাগত জানাই এই ধরণীতে। ভালো মনে তোমাকে জানাই, শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।

২০. নতুন বছরে সবাই মিলে গাইবো বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো। -- শুভ নববর্ষ ১৪২৮

২১.চৈত্রের রাত্রি শেষে, পহেলা বৈশাখে সূর্য আসুক রঙিন বেশে। সকালে সূর্যের সোনালি রঙের ঝকমকে আলো, মুছে দিক তোমার জীবনের সব কালো! সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল-- শুভ নববর্ষ  ১৪২৮

২২. সোনালি রঙের ঝকমকে নতুন এই দিন, ভোরের নতুন এই আলো, নতুন এই বছর, নতুন স্বপ্ন, নতুন সবকিছু ভালো।-- শুভ বাংলা নববর্ষ ১৪২৮

২৩. বৈশাখ আসলো, চৈতের অসবানে! নতুন বছরের, নতুন হাওয়া, উষ্ণতা দিলও প্রাণে। গত বছরের গ্লানি ভুলে, জীবন গড় নতুনভাবে। নতুনকিছু, স্বপ্ন দেখো, নববর্ষের টানে। -- শুভ বাংলা নববর্ষ ১৪২৮

২৪. জীবনের দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। কী লাভ, পুরনো স্মৃতি ঘেঁটে। এই বছরেই পূর্ণ হোক, তোমার সকল আশা। শুভ নববর্ষের এটাই আমার প্রত্যাশা। -- শুভ বাংলা নববর্ষ ১৪২৮

২৫.প্রত্যেকের জীবনে, নতুন কিছু কথা আর নতুন কিছু আশা -- জীবন নিয়ে নতুন কিছুর স্বপ্ন দেখা ভালো। বছরের নতুন এই দিনে, ভোরের নতুন আলো, নতুন এই বছর, নতুন কিছু করা ভালো। শুভ নববর্ষ ১৪২৮

২৬. এই শুভ দিনে তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সব গোলাপ, সব রজনীগন্ধা,

তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর তোমার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। -- পহেলা বৈশাখ  ১৪২৮

২৭. নতুন সকাল, নতুন দিন, নতুন ভালো কাজ শুরু করে দিন। যা হয় না যেন শেষ, নববর্ষের শুভেচ্ছার সাথে, পাঠালাম এসএমএস!-- বাংলা নববর্ষ  ১৪২৮

২৮. দিন যদি চলে যায় দিগন্তের শেষে। রাত যদি চলে যায় তারার দেশে। ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে!!!-- শুভ নববর্ষ ১৪২৮

২৯. নতুন বছরে সৃষ্টিকর্তা যেন, সর্বদা তোমার সহায় থাকে। --পহেলা বৈশাখের শুভেচ্ছা

৩০. সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তোমাকে চিরকাল সুখে রাখুক, আগামী বছর যেন সৃষ্টিকর্তা তোমায় দুহাত ভরে আনন্দ দেন!



মন্তব্য করুন