বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

খেলা চলাকালীন আজান, মাঠেই ইফতার খেলোয়াড়দের

অনলাইন ডেস্ক
১৬ এপ্রিল ২০২১ ১৬:৩৪ |আপডেট : ২২ এপ্রিল ২০২১ ১৫:৫৫
খেলা বন্ধ করে ইফতার করেছেন তুরস্কের খেলোয়াড়েরা।
খেলা বন্ধ করে ইফতার করেছেন তুরস্কের খেলোয়াড়েরা।

গত মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে রমজান মাস। একই দিনে রোজা শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতেও। ম্যাচ চলাকালীন ইফতারের সময় হলে খেলা বন্ধ করে ইফতার করেছেন তুরস্কের খেলোয়াড়েরা।

ঘটনাটি ঘটেছে মাহে রমজানের প্রথম দিনে তুরস্কে দ্বিতীয় স্তরের এক লিগ ম্যাচের সময়। তুরস্কের গিরেসান শহরে টিটিএফ ফার্স্ট লিগের ম্যাচে মাঠে নেমেছিল গিরেসানপোর ও আঙ্কারা কেসিওরেগুচু।

 

ম্যাচের ১০ মিনিটের মাথায় মাগরিবের আজান শুরু হয়। ৫ মিনিটের ইফতার বিরতি দেন রেফারি।  খেলা বন্ধ রেখে ইফতার করেন ওই ম্যাটের বেশ কয়েকজন ফুটবলার। মাঠেই নিয়ে বসেন ইফতারের আয়োজন। ইফতার ও সালাত আদায় শেষে ফের শুরু হয় খেলা। 

 

তাদের ইফতারের দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। কোটানাক স্টেডিয়ামে ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় স্বাগতিক গিরেসান।



মন্তব্য করুন