শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারে শরীর সতেজ করবে ‘ভার্জিন মোহিতো’ শরবত

অনলাইন ডেস্ক
১৬ এপ্রিল ২০২১ ২১:২৭ |আপডেট : ২৪ এপ্রিল ২০২১ ২০:১৫
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভার্জিন মোহিতো বর্তমান সময়ের জনপ্রিয় এবং শরীর সতেজ করার পানীয়। এটা বানানোর রেসিপি খুব সহজ। খরচও কম। এক নজরে দেখে শিখে নিন ভার্জিন মোহিতোর শরবত তৈরির রেসিপি।

উপকরণ

স্প্রাইট / সেভেন আপ / সোডা ওয়াটার ২৫০ মি লি,

লেবুর টুকরা হাফ লেবুর,

পুদিনা পাতা ১০টি,

চিনি ২ টেবিল চামচ,

বরফ কুচি ২কাপ,

লবন এক চিমটি,


তৈরির নিয়ম : একটি গ্লাসে লেবু, পুদিনা, চিনি এবং লবন নিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন। বেশিক্ষণ করা যাবে না তাহলে তেঁতো হয়ে যাবে। এরপর বরফ দিয়ে উপর থেকে স্প্রাইট ঢেলে একটু নেড়ে দিন। এখন আপনার পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন কিউবার মজাদার শরবত ভার্জিন মোহিতো।




মন্তব্য করুন