শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জর্জিয়ায় ক্যান্সার আক্রান্ত বাংলাদেশি কিশোরী মহিমার মৃত্যু

কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র
১৭ এপ্রিল ২০২১ ১৫:২০ |আপডেট : ২৭ এপ্রিল ২০২১ ০২:৪৪
সদ্য প্রয়াত বাংলাদেশি কিশোরী আনিসা আব্বাস মহিমা।
সদ্য প্রয়াত বাংলাদেশি কিশোরী আনিসা আব্বাস মহিমা।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশি কিশোরী আনিসা আব্বাস মহিমা মারা গেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মধ্যরাতের স্কটিস রাইট চিলড্রেন হাসপাতালে মৃত্যুবরণ করেন ১৬ বছর বয়সী মহিমা।

 

মহিমা দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলো বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মাহমুদ আব্বাস মিঠুর ছোট মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর বয়সে তার কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে সে কিডনি চিকিৎসকের তত্ত্বাবধানে ছিল। সুস্থ রাখতে শিশুকালে তার আক্রান্ত একটি কিডনি অপসারণ করেন চিকিৎসক। তবে চিকিৎসকের সব চেষ্টাকে ব্যর্থ করে ওই হাসপাতালেই মৃত্যুবরণ করেছেন মহিমা।

 

আনিসা আব্বাস মহিমার পৈতৃক নিবাস বৃহত্তর কুমিল্লা জেলায়। তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর