শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইনস্টিটিউট বন্ধ হলেও ১৪২ কর্মীর বেতন দিচ্ছেন নেইমার

অনলাইন ডেস্ক
১৭ এপ্রিল ২০২১ ১৯:৪৭ |আপডেট : ২৫ এপ্রিল ২০২১ ০৬:৫৫
নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র

করোনাভাইরাসের কারণে গেল বছরের মার্চে বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম ধনী ফুটবলার নেইমার জুনিয়রের ‘নেইমার জুনিয়র ইনস্টিটিউট’। তবে ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও এর ১৪২ জন কর্মীর বেতন ও অন্যান্য সুবিধা ঠিকই চালু করেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ব্রাজিলের প্রাইয়া গ্রান্দেতে অবস্থিত নেইমার জুনিয়র ইনস্টিটিউটে সুবিধাবঞ্চিত প্রায় হাজার তরুণের দেখভাল করা হতো। কিন্তু করোনায় এ কাজ আর সম্ভবপর হয়নি। তবে ১৪২ কর্মীকে সম্পূর্ণ বেতন দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরিকল্পনার বিষয়টিও নজরে রাখছেন নেইমার।


জানা যায়, এই ১৪২ কর্মীদের পেছনে বেতন বাবদ মাসে তাঁকে ৯০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৯১ লাখ ৩৯ হাজার) খরচ হয় নেইমারের। নেইমারের বাবা বলেন, আমার পরিবার ও আমি ১৪২ জন কর্মী নিয়ে পুরো কাঠামোটি রক্ষণাবেক্ষণ করছি। তাদের সম্পূর্ণ বেতন ও সুবিধা দেওয়া হচ্ছে। আমরা তা নিজেদের পুঁজি থেকে দিচ্ছি।



মন্তব্য করুন