শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

৭২১ দিন পর মেসিদের শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২১ ১৩:৫৭ |আপডেট : ২৫ এপ্রিল ২০২১ ০১:০০
অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে কোপা ডেলরের ট্রফি জেতে বার্সেলোনা।
অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে কোপা ডেলরের ট্রফি জেতে বার্সেলোনা।

১ বছর ১১ মাস ১৯ দিন! দিনের হিসাবে ৭২১! এই এতদিন কোনো ট্রফি ছাড়াই ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। অবশেষে সেই আক্ষেপ ঘুচলো।

শনিবার রাতে সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে কোপা ডেলরের ট্রফি জেতে বার্সেলোনা। ২০০৯ থেকে এখন পর্যন্ত ৭ বার ও মোট ৩১ বার এই ট্রফি নিজেদের শোক কেসে নিয়েছে কাতালানরা। 


ম্যাচের প্রথমার্ধে ভালো খেললেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। অবশেষে দ্বিতীয়ার্ধে দেখা মেলে কাঙ্ক্ষিত গোলের। একে চারটি গোল করেন মেসিরা ১২ মিনিটের ব্যবধানে। 


৬০ মিনিটে গোলের সূচনা করেন আঁতোয়ান গ্রিজমান। তিন মিনিট পরেই জালে বল জয়া ডি জং। ৬৮ ও ৭২ মিনিটে জোড়া গোল দিয়ে হালি পূর্ণ করেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।



মন্তব্য করুন