বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অপ্রত্যাশিত ড্র, লা লিগায় শিরোপার দৌড়ে পিছিয়ে গেল রিয়াল

ক্রীড়া প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২১ ১৫:৪৩ |আপডেট : ২৭ এপ্রিল ২০২১ ০২:১৬
ম্যাচ হেরে
ম্যাচ হেরে

স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে আজ সোমবার এক অপ্রত্যাশিত ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ড্র হয়েছে কোনও গোল করা ছাড়াই।

এ ম্যাচে হারার ফলে ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টের ব্যবধাসে পিছিয়ে গেছে রিয়াল। অ্যাতলেটিকো মাদ্রিদ গতকাল এইবারের বিপক্ষে ৫-০ গোলের জয় তুলে নেয়। এখন ৩১ ম্যাচ শেষে অ্যাতলেটিকোর পয়েন্ট হলো ৭০। আর রিয়ালের পয়েন্ট ৬৭ ।

 

এদিকে রিয়ালের চেয়ে একটি ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে বার্সেলোনা। ফলে মেসিরা যদি তাদের পরবর্তী ম্যাচে জয় পায় তাহলে রিয়ালকে টপকে তারা দ্বিতীয়স্থানে ওঠে আসতে পারবে। এই ড্রয়ের কারনে এখন অনেকে লা লিগার শিরোপার দৌড় থেকে রিয়াল ছিটকে গেছে বলেই ধরে নিচ্ছেন। এ মৌসুমে দুই দলেরই এখনো আরো ৫টি ম্যাচ বাকি আছে।

 

রিয়াল মাদ্রিদ লা লিগায় এই ম্যাচটির আগে বার্সেলোনার বিপক্ষে জয় তুলে নিয়েছিল। এরপর লিভারপুলকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। ফলে গেতাফের বিপক্ষে রিয়ালকে সহজেই জয়ী দল হিসেবে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু তা আর হলো না। ড্র নিয়েই মাঠ ছাড়দত হলো জিদানের শিষ্যদের।



মন্তব্য করুন