শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চিহ্ন ও তুমি

হাসান আল ইমরান
২০ এপ্রিল ২০২১ ০২:৫১ |আপডেট : ২৭ এপ্রিল ২০২১ ০১:২১
হাসান আল ইমরান
হাসান আল ইমরান

হাসান আল ইমরানের কবিতা ‘চিহ্ন ও তুমি’

তোমার দেয়া একটি মাত্র চিহ্ন'ই ছিল আমার আঙিনা জুড়ে

ঐ যে তুমি আমায় ডাকতে!

জানি এ চিহ্নের কোনো নাম নেই

ভাষায় বোঝানো যায় না চিহ্নের শব্দটা।

 

তবে তুমি আমি বেশ বুঝে নিতাম চিহ্নটাকে।

তোমার হয়তো মনে নেই

একটা নাম দিয়েছিলাম তোমায়

আচ্ছা বলতো, সত্যিই কি মনে পড়ে না এখন তোমায় কোন রঙ্গে- কোন ইশারায় ডেকেছিলাম?

 

কিছু স্বপ্ন বুক পকেটে গুঁজে দিয়েছিলে তুমি

পরক্ষণেই চেয়ে দেখি পকেটটা ছিলো সেলাইবিহীন।

চিহ্ন ও স্বপ্ন একে একে কোনটাই টিকলো না আমার পকেটে।

তবু বেশ তফাতে দাঁড়িয়ে দেখি না আছো;

আমার অস্তিত্ব জুড়ে তুমিও তোমার চিহ্ন!



মন্তব্য করুন