শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ঘটনায় মামুনুলের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২১ ১৬:৪২ |আপডেট : ২৫ এপ্রিল ২০২১ ০৫:০৩
সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।
সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের করা তাণ্ডবের ঘটনায় দায়ের করা একটি মামলার প্রাথমিক তদন্ত শেষে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সংশ্লিষ্টতার প্রমান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানান সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

 

ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, এখন তিনি (মামুনুল হক) একটি মামলায় ৭ দিনের রিমান্ডে আছেন। সে রিমান্ড শেষ হলে আমরা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করব।

 

প্রসঙ্গত,  গত সোমবার (১৯ এপ্রিল) মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর