শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে নববধূর মৃত্যু

আতোয়ার রহমান রানা, গাইবান্ধা
২০ এপ্রিল ২০২১ ১৯:৩৯ |আপডেট : ২৬ এপ্রিল ২০২১ ১৯:২৫
নিহত গৃহবধূ সুমি আকতার।
নিহত গৃহবধূ সুমি আকতার।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুমি আকতার (২০) নামের এক নববধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১ টার সময় উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে পশ্চিম খামার দশলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমি আকতার ওই গ্রামের মৃত সমুর আলীর মেয়ে।

 

স্থানীয়রা জানান, প্রায় ৬ মাস আগে বিয়ে হয় সুমির। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন তিনি। তারা পারিবারিকভাবে গবাদীপশু লালন পালন করতেন। আজ মঙ্গলবার দুপুরের গরুর ঘাস সংগ্রহ করতে পার্শ্ববর্তী প্রতাপ এলাকার একটি মাঠে যায় সুমি। এসময় ঝুলন্ত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

 

সাদুল্যাপুর থানার অফিস ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঢাকা ওয়েভকে জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাননি তারা। তবে অভিযোগ পেলে তদন্ত করে বিদ্যুতের তার এভাবে ফেরে রখার পেছনে কেউ জড়িত থাকলে বা কারও অবহেলা থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন