বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে দুই চাল দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা

সোহেল রানা, হিলি
২০ এপ্রিল ২০২১ ২০:১১ |আপডেট : ২৬ এপ্রিল ২০২১ ১২:১৫
চালের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা ওয়েভ
চালের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা ওয়েভ

হিলিতে চালের বাজারে অভিযান চালিয়ে বেশি দামে চাল বিক্রি ও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে দুই দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার হিলি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম।

 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম জানান, লকডাউনে কিছু ব্যবসায়ী বেশি দামে চাল বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে হিলির চাল বাজারে অভিযান পরিচালনা করি। এসময় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি ও বেশি দামে চাল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই চাল দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

চালের বাজার স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যহৃত থাকবে বলে জানান এ কর্মকর্তা।



মন্তব্য করুন