শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আত্রাইয়ে করোনা প্রতিরোধে ইউএনওর মাস্ক বিতরণ

মো. কাজী রহমান, আত্রাই (নওগাঁ)
২০ এপ্রিল ২০২১ ২১:২৪ |আপডেট : ২৭ এপ্রিল ২০২১ ০৩:৩৮
পথচারীদের মাস্ক পরিয়ে দিচ্ছেন ইউএনও
পথচারীদের মাস্ক পরিয়ে দিচ্ছেন ইউএনও

নওগাঁর আত্রাইয়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ভ্যানচালক, ইজিবাইক চালক, দোকানদার ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকতেখারুল ইসলাম। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে আত্রাই উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে এ মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমার প্রামানিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক উত্তাল মাহমুদ, সাংবাদিক কাজী রহমান, সামসুজ্জামান সেন্টু, মো.  জসিম উদ্দিন জনি, আজাহার আলী, মোরশেদ আলম প্রমুখ।


মাস্ক বিতরণের পরে সাহেবগঞ্জ কাঁচা বাজারে মনিটরিং করে দুই জনকে জরিমানা করা হয় এবং প্রত্যেকের দোকানে দ্রব্যের মূল্য তালিকা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেন ইউএনও।  

 



মন্তব্য করুন