শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাইকোপ্যাথিক

প্রদীপ্ত মোবারক
২২ এপ্রিল ২০২১ ০২:৪৭ |আপডেট : ২৬ এপ্রিল ২০২১ ২২:৩২
কবি প্রদীপ্ত মোবারকের কবিতা সাইকোপ্যাথিক
কবি প্রদীপ্ত মোবারকের কবিতা সাইকোপ্যাথিক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

প্রতিপত্তির আর সময়ের প্রভাবে সঙ্গ পাল্টায়;

নানান অজুহাতের ফুলঝুড়িতে

চলমান প্রসঙ্গ পরিবর্তিত হয়ে

দৃষ্টি অন্যরকম হয়।

সেখানে কখনো-কখনো অহংকার থাকে,

উপেক্ষা থাকে, মানসিক লাঞ্চনা আর

থাকে ঘুটঘুটে অন্ধকারে ফেলে দিয়ে

মৃত্যু মৃত্যু খেলার নির্মম দৃশ্য।

থাকে মনের পাতায় পুরনো স্মৃতিকে

পদপৃষ্ট করার নগ্ন আনন্দের ইচ্ছা।

থাকে রুক্ষ কণ্ঠ, থাকে ঘৃণা ভরা শব্দ;

থাকে সাইকোপ্যাথিক নামের নির্মম উপাধি।

বহু কিছু থাকে,

থাকে না শুধু

তুমি ও তোমার কোমলতা!



মন্তব্য করুন