বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-মোস্তাফিজের বিষয়ে সরকারকে বিসিবির চিঠি

ক্রীড়া প্রতিবেদক
৩ মে ২০২১ ২২:৩১ |আপডেট : ৪ মে ২০২১ ১৬:৩০
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ না করেই শ্রীলঙ্কা সিরিজের আগে দেশে ফিরবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ জনের এই প্রাথমিক দলে আছেন সাকিব-মোস্তাফিজ।

কিন্তু ভারত থেকে আসলে সরকার ১৫ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। তাদের ক্ষেত্রে কী হবে? এটা নিয়ে ধোঁয়াশায় বিসিবি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। তার ভাষায়, সাকিবরা বায়োবাবল থেকে এসে আরকটা বায়োবাবলে ঢুকবেন। কিন্তু ১৫ দিন কোয়ারেন্টিন থাকায় জটিলতা সৃষ্টি হয়েছে।

এর আগে আইপিএল শেষ না করেই শ্রীলঙ্কা সিরিজের আগে তাদের দেশে ফেরার বিষয়টি ঢাকা ওয়েভকে নিশ্চিত করেছিলেন আকরাম খান।

সেসময় তিনি বলেছিলেন, তাদের ছুটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ পর্যন্ত। দেশে ওয়ানডের আগে তারা ফিরবেন। সিরিজ শুরু হবে ২৫ মে। শ্রীলঙ্কা আসবে ৭ মে। এরমধ্যেই সাকিবরা ফিরবেন।



মন্তব্য করুন