শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় স্থগিত আইপিএল

স্পোর্টস ডেস্ক
৪ মে ২০২১ ১৮:০৩ |আপডেট : ৫ মে ২০২১ ০০:৪০
আইপিএলের শিরোপা
আইপিএলের শিরোপা

করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। পরপর দুই দিনে চার দলের ক্রিকেটার-কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই যৌথভাবে সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে জানায়, 'ক্রিকেটার, সাপোর্ট স্টাফসহ আইপিএল সংশ্লিষ্ট কারও নিরাপত্তা নিয়ে বিসিসিআই কোনো আপোস করবে না। সকলের স্বাস্থ্যগত নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই যৌথভাবে সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে জানায়,  ক্রিকেটার, সাপোর্টস্টাফসহ আইপিএল সংশ্লিষ্ট কারো নিরাপত্তা নিয়ে  বিসিসিআই কোনো আপস করবে না। সকলের স্বাস্থ্যগত নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



মন্তব্য করুন