শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নেত্রকোণার দুর্গাপুরে দুস্থদের মাঝে ইদ উপহার বিতরণ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
৪ মে ২০২১ ১৯:৫০ |আপডেট : ৪ মে ২০২১ ১৯:৫০
ইদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম।
ইদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোণায় অসহায়, দুস্থ ও হত-দরিদ্র সাত হাজার পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকাল ১১টায় দূর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুজিব নগর আশ্রয়ণ প্রকল্পে এ ইদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দূর্গাপুর পৌরসভার মেয়র মো. আলাউদ্দিন।

পৌর মেয়র আলাউদ্দিন বলেন, মহামারি করোনার বিস্তার রোধে সরকারের কঠোর লকডাউনের কারণে খেটে খাওয়া শ্রমজিবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্থ ৭ হাজার অসহায়, দুস্থ ও হত-দরিদ্র পরিবারের তালিকা প্রণয়ন করে আমার নিজস্ব অর্থায়নে তাদের ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। আমার লোকজন প্রতিটি এলাকায় এ উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন দূর্গাপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মসিউজ্জামান বাদল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতিউর রহমান, সম্পাদক আব্দুল হান্নান, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাখি দ্রং, নেত্রকোণা জেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, দূর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার প্রমুখ।



মন্তব্য করুন