বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরেছে মুমিনুলরা, হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিন

ক্রীড়া প্রতিবেদক
৪ মে ২০২১ ২০:৪৯ |আপডেট : ৫ মে ২০২১ ০৬:০২
ঢাকা ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
ঢাকা ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা ঢাকা ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের বহনকারী বিমান ৩টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে সরাসরি ক্রিকেটাররা বাসায় চলে যান। সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে কাটাতে হবে মমিনুলদের। ঢাকা ওয়েভকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক ও প্রটোকল অফিসার ওয়াসিম খান।

তিনি বলেন, বিমানবন্দর থেকে ক্রিকেটাররা সরাসরি বাসায় চলে যান। ওখানে তারা কোয়ারেন্টাইনে থাকবেন।

প্রসঙ্গত, গত ১২ মে শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। ৭ দিন কোয়ারেন্টাইনের পর প্রথম টেস্ট শুরু হয় ২২ মে। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ হারে ১-০তে। প্রথম টেস্ট ড্র হয়েছিলো।



মন্তব্য করুন