শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পাংশায় ভর্তুকিতে ধান কাটার আধুনিক মেশিন পেল কৃষক

সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী
৪ মে ২০২১ ২০:৫৮ |আপডেট : ৪ মে ২০২১ ২২:০৯
কম্বাইন হারভেটারের চাবি তুলে দেওয়া হচ্ছে
কম্বাইন হারভেটারের চাবি তুলে দেওয়া হচ্ছে

রাজবাড়ীর পাংশায় প্রায় অর্ধেক ভর্তুকিতে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন পেয়েছেন কৃষক লিটন মন্ডল।

মঙ্গলবার (৪ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মন্ত্রণালয়ের বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার অংশ হিসেবে এটি বিতরণ করা হয়। উপজেলার কলিমহর ইউনিয়নের কুঠি মালিয়াট গ্রামের তরুণ কৃষক লিটন মন্ডলের হাতে আধুনিক এই কৃষি যন্ত্রটি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সরিষা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজমল আল বাহার সহ প্রমুখ।

জানা যায়, ধানকাটা যন্ত্রটির মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা। এতে সরকার ভর্তুকি দিচ্ছে ১০ লাখ ৫০ হাজার টাকা, কৃষককে গুনতে হবে ১৩ লাখ ৫০ হাজার টাকা। কৃষক ৩ লাখ ৫০ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং বাকি টাকা ১৮ মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন।



মন্তব্য করুন