বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
৪ মে ২০২১ ২০:৫৮ |আপডেট : ৫ মে ২০২১ ১৬:৩২
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ফাইল ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ফাইল ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার সুপারিশ করেছে তার মেডিকেল বোর্ড।

মঙ্গলবার (৪ মে) খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে গঠিত মেডিকেল বোর্ড সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক করে। বিএনপি চেয়ারপারসনের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড মনে করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া অত্যন্ত জরুরি। তবে তার শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো। ফুসফুসের পানির পরিমান কমেছে। তবে অক্সিজেন সাপোর্ট এখনও চলছে।

বিদেশে নিয়ে চিকিৎসার সুপারিশের বিষয়ে জানতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেনের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।



মন্তব্য করুন