শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভদের বিরুদ্ধে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামালা

স্পোর্টস ডেস্ক
৫ মে ২০২১ ০৩:৩৪ |আপডেট : ৫ মে ২০২১ ১৯:৫৭
পুরোনো ছবি
পুরোনো ছবি

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। এর মধ্যেই প্রায় এক মাসজুড়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টানা দুই দিনে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাস আক্রান্ত হয়। এরপর স্থগিত হওয়া আইপিএল।

এতদিন স্থগিত না করায় দেশে-বিদেশে প্রবল সমালোচনার মুখে পড়ে বিসিসিআই। এবার এর সভাপতি সৌরভ গাঙ্গুলীসহ বোর্ডের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন এক আইনজীবী। এই মামলাটি হয় মুম্বাই হাইকোর্টে।

এখন পর্যন্ত মামলা নিয়ে সৌরভ গাঙ্গুলীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত ৯ এপ্রিল আইপিএল শুরু হয়ে বন্ধ হয় মঙ্গলবার (৪ মে)। গতকাল ও আজ দুইদিন খেলা মাঠে গড়ায়নি। এর মধ্যে খেলা হয়েছে ২৯টি ম্যাচ।


মন্তব্য করুন