বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারে মজাদার পানীয় ফ্রুট ককটেল

অনলাইন ডেস্ক
৫ মে ২০২১ ২২:০৪ |আপডেট : ৬ মে ২০২১ ১২:৩৬
ফ্রুট ককটেল
ফ্রুট ককটেল

এখন চলছে পবিত্র রমজান। সারা দিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের সময় পুষ্টিকর খাবার খাওয়া জরুরি।

এ সময় সবাই পানীয় খেতে পছন্দ করেন। কিন্তু সেই পানীয় হতে হবে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। আজ আমরা জানাব মজাদার পানীয় ফ্রুট ককটেলের রেসিপি।

পবিত্র রমজান উপলক্ষে চলমান এনটিভির বিশেষ ‘সিঙ্গার ঝটপট ইফতার’ আয়োজনে মজাদার পানীয় ফ্রুট ককটেল বানানোর রেসিপি দিয়েছেন এ্যানি রেশমা। চলুন, এক ঝলকে দেখে নিই ফ্রুট ককটেল বানানোর পদ্ধতি—

উপকরণ

১. একটি কমলা

২. আধা কাপ আঙুর

৩. পরিমাণমতো পানি

৪. এক কাপ চিনি

৫. এক কাপ তরমুজ

৬. দুই চা চামচ লেবুর রস

৭. সামান্য পরিমাণ লেমন রাইন

৮. এক কাপ সোডা ওয়াটার

প্রস্তুত প্রণালি

প্রথমে ব্লেন্ডারে কমলা, আঙুর, পানি ও চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার ব্লেন্ড করা ফলের জুস গ্লাসে লেয়ার করে ঢালুন। ব্লেন্ডারে কমলা ও আঙুরের জুসের সাথে তরমুজ ও চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন।

সবশেষে ব্লেন্ড করা তরমুজ গ্লাসে কমলা ও আঙুরের জুসের সাথে মিশিয়ে লেবুর রস, লেমন রাইন ও সোডা ওয়াটার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফ্রুট ককটেল।



মন্তব্য করুন